‘আহলুল হাদিস’ [আরবি: أَهْلُ الْحَدِيْثِ] শব্দটির শাব্দিক অর্থ, হাদিসের অনুসারী। পারিভাষিক অর্থে, যারা আকিদা (বিশ্বাস) ও আমলের ক্ষেত্রে কেবলমাত্র কুরআন ও হাদিসকে ইসলামের প্রাচীন মনিষীগণের বুঝের আলোকে মেনে চলেন এমন পন্ডিতবর্গ ও সাধারণদের সকলকে আহলুল হাদিস বলা হয়।
আহলুল হাদিসরা আরো অনেক নামে পরিচিত। সেগুলির মধ্যে প্রসিদ্ধতম হলো, আহলে হাদিস [ফার্সী: اہلِ حدیث : উচ্চারণ: আহলে হাদিস], আহলুস সুন্নাহ, আহলুল আছার, আসহাবুল হাদিস, সালাফি, আছারি। এছাড়াও বিভিন্ন নাম রয়েছে।